রেহানা আক্তার সোনিয়ার কবিতা: হতাশা বিডি কোস্টাল নিউজ বিডি কোস্টাল নিউজ প্রকাশিত: 11:03 AM, January 31, 2022 চেয়ে দেখো আজ আকাশে বাতাসে ভেজালের সমারোহ, দিকে দিকে জ্বলে ওঠে অশান্তির দাবানল। চেয়ে দেখো আজ পৃথিবীর দিকে মানুষের মাঝে কতো না হানাহানি! ক্ষমতার মোহে সবাই দেখো নিজেকেই গেছে ভুলি। নেই ঐক্য নেই সমতা আছে শুধু সমালোচনা। হায়রে পৃথিবীর মানুষ! নিরূপায় হয়ে চেয়ে থাকে অজানায় পাবে কি কখনো শান্তির ছায়া নির্দিষ্ট সীমানায়? SHARES সাহিত্য বিষয়: