যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি সুপ্রিম কোর্টে নিয়োগ পেতে যাচ্ছেন বিডি কোস্টাল নিউজ বিডি কোস্টাল নিউজ প্রকাশিত: 11:02 AM, January 29, 2022 ডেস্ক রিপোর্টঃ এটি জো বাইডেনের নির্র্বাচনী অঙ্গীকারও ছিলো। বিবিসি স্টিফেন ব্রেয়ার আগামী জুনে অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাতে জো বাইডেন বলেছেন, ‘আপনার স্থানে এমন একজন আসবেন, যিনি অত্যন্ত যোগ্য হবেন নিঃসন্দেহে।’ ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট নতুন বিচারপতির নাম ঘোষণা করবেন। এই তালিকায় রয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন, লিওন্ডা ক্রুগার ও জুলিয়ানা মিশেল চাইল্ডস। তবে সিএনএন বলছে, তালিকায় আরো চারজনের নাম রয়েছে। শেরিলিন ইফিল, অ্যানিটা আর্লস, উইহেলমিয়া রাইট ও ইউনিস লি। SHARES নারীর জয়-সবার জয় বিষয়: