সংস্কৃতির এই শিকড়দের নিয়ে কেউ ভাবেনি বিডি কোস্টাল নিউজ বিডি কোস্টাল নিউজ প্রকাশিত: 10:21 AM, October 31, 2021 ডেস্ক রিপোর্ট : কামাল পাশা, ফেসবুক থেকে, আমাদের যাত্রা পালায় অসম্ভব জনপ্রিয় এক রূপক চরিত্র ছিল ‘বিবেক’। ভিলেনের বিবেকের মূর্ত প্রতীক হয়ে মঞ্চে প্রবেশ করে তার অশুভ চিন্তাকে গান গানে যুক্তি দিয়ে বাধা দিত এই বিবেক। এক সময় দেশের সেরা বিবেক ছিলেন ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র আদিত্য। দেশের শ্রেষ্ট যাত্রা দল গুলোতে তিনি অভিনয় করেছেন বিবেক হিসাবে। বর্তমানে তিনি রোগে-বার্ধক্যে শয্যাশায়ী। দেশের প্রখ্যাত এবং একই সাথে অবহেলিত লোকশিল্পীদের একটি করে পোর্ট্রেট এঁকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। করোনা কালে এই লোকশিল্পীরা জীবীকার অভাবে সবচেয়ে মর্মান্তিক ভাবে বিপন্ন। নাগরিক শিল্পীরা সামান্য ভিক্ষান্ন অনেকে পেলেও আমাদের সংস্কৃতির এই শিকড়দের নিয়ে কেউ ভাবেনি। আমার সাধ্য তো এটুকুই। তাই জলরং-এ গৌরাঙ্গ আদিত্যের ছবি এঁকেই প্রকল্পটি শুরু করলাম। SHARES সাহিত্য বিষয়: