অবশেষে অন্তর্ধানের মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক অরিন্দম বিডি কোস্টাল নিউজ বিডি কোস্টাল নিউজ প্রকাশিত: 11:54 PM, October 18, 2021 ডেস্ক রিপোর্টঃ অবশেষে ‘অন্তর্ধান’- সিনেমার মুক্তির দিন ঘোষণা করলেন ওপার বাংলার চলচিত্র পরিচালক অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম এর প্রথম ছবি ‘অন্তর্লীন’। এর পর আবারও থ্রিলার ঘরানায় ‘অন্তর্ধান’ বানিয়েছেন তিনি। গত বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এই বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় দুর্গাপুজোয় একাধিক ছবি মুক্তি পেয়েছে। পুজোর রেশ থাকতে থাকতেই ‘অন্তর্ধান’-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন পরিচালক অরিন্দম। সাইকোলজিকাল থ্রিলার ঘরানার ছবি ‘অন্তর্ধান’-এ অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত, মমতা শংকর, সুনীতা সেনগুপ্ত, সুজন নীল মুখার্জী ও হর্ষ ছায়া। ছবির কাহিনী এক প্রফেসর ও তাঁর পরিবারকে নিয়ে। হিমাচলের এক ছোট্ট শহরে ভিজ়িটিং প্রফেসর হিসেবে আসে অনির্বাণ। সঙ্গে তার স্ত্রী তনুশ্রী ও মেয়ে জিনিয়া। একদিন জিনিয়া তার বন্ধুদের সঙ্গে এক্সকারশনে গিয়ে আর ফিরে আসে না। তার নিখোঁজ হওয়া নিয়েই এগিয়ে চলে ছবির গল্প। কিছুদিন আগে দিল্লির ফরেন করেস্পন্ডেন্টস ক্লাবে এক বিশেষ স্ক্রিনিংয়ে বিদেশী সাংবাদিক ও সমালোচকদের প্রশংসা পায় ছবিটি। ১০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘অন্তর্ধান’। SHARES বিনোদন বিষয়: